মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:৩৪ পূর্বাহ্ন
প্রধান সংবাদ :

ঘুমধুম সীমান্তে,শূন্যরেখার রোহিঙ্গা ক্যাম্পে গুলি, নিহত ১।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার শূন্যরেখা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের গোলাগুলিতে একজন নিহত হয়েছেন।

বুধবার (১৮ জানুয়ারি) সকালে মিয়ানমার সীমান্তবর্তী উপজেলার ঘুমধুম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, রোহিঙ্গা ক্যাম্পে বিচ্ছিন্নতাবাদী দু’টি সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশনের (আরএসও) সদস্যদের মধ্যে এ সংঘর্ষ হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

এসময় হামিদুল্লাহ (২৭) ও মহিবুল্লাহ (২৫) নামে দু’জন গুলিবিদ্ধ হন। এ অবস্থায় তাদের কক্সবাজারের উখিয়ার এমএসএফ হাসপাতালে নিলে চিকিৎসক হামিদুল্লাহকে মৃত ঘোষণা করেন।

পরে মহিবুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ বলেন, মিয়ানমারের আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) দু’টি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সকালে গুলি বিনিময় শুরু হয়। প্রথমে কোনারপাড়া শূন্যরেখা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। একপর্যায়ে শূন্যরেখার রোহিঙ্গা ক্যাম্পেও ছড়িয়ে পড়ে সংর্ঘষ।

এদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমেন শর্মা জানান, নোম্যান্সল্যান্ড এলাকায় আরএসও ও আরসার মধ্যে গুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। এসময় আরও একজন আহত হয়েছেন বলে শুনেছি। সীমান্তের উদ্ভূত পরিস্থিতি নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক অবস্থানে রয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও সার্বক্ষণিক খোঁজ-খবর রাখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102