১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব – ৯। নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার এই আসামি প্রায় ২০ বছর ধরে পলাতক ছিলেন।
গ্রেফতার আসামির নাম সিরাজ (৪১)। ময়মনসিংহ জেলার ফুলপুর থানার রুপসী এলাকার বাসিন্দা মৃত আব্দুর রহিম এর ছেলে তিনি।
মৌলভীবাজার জেলার সদর থানা এলাকায় দীর্ঘবছর ধরে ছদ্মবেশে বসবাস করে আসছিলেন সিরাজ।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল মৌলভীবাজার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে সিরাজকে গ্রেফতার করে।