সুশীলনের উদ্যোগে “অ্যাডভোকেসির মাধ্যমে পরিবার পরিকল্পনাকে শক্তিশালী করন” প্রকল্পের আওতায় বরিশালে “এএফপি স্মার্ট অ্যাডভোকেসি পদ্বতি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষন” কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ আগস্ট) বরিশাল নগরের সিঅ্যান্ডবি রোডস্থ সেইন্ট বাংলাদেশের সভাকক্ষে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
পরিবার পরিকল্পনা বিভাগ বরিশালের উপ পরিচালক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগ বরিশালের পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ আব্দুস সালাম।
সুশীলনের প্রকল্প সমন্বয়কারী মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রশিক্ষন কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা অ্যাডভোকেসি ওয়ার্কিং কমিটির সভাপতি আমজেদ হোসেন, সিনিয়র সাংবাদিক সাইফুর রহমান মিরন।
এতে বরিশাল জেলার ১০ টি উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার (মা ও শিশু) বিশিষ্ট নাগরিক, বরিশাল জেলা অ্যাডভোকেসি ওয়ার্কিং কমিটির সদস্যবৃন্দ সহ বিভিন্ন স্তরের প্রতিনিধি উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন।