ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে শাবকসহ একটি মা মেছোবাঘ ধরা পড়েছে। রোববার দুপুরে উপজেলার রঘুনাথপুর গ্রামে মেছোবাঘ ধরা পড়ে।
সোমবার সকালে এ খবর ছড়িয়ে পড়লে শাবক ও মা বাঘটিকে দেখতে ভিড় করছেন এলাকার শত শত মানুষ।
গ্রামবাসী জানান, গ্রামের মাঠে জঙ্গলে কয়েক দিন ধরে বাঘের গর্জন পাওয়া যাচ্ছিল। এতে এলাকাবাসী সাবধানে ছিলেন। রোববার দুপুরে গ্রামের জনৈক সোলেমানের খড়ির ঘরে মেছোবাঘের একটি বাচ্চা দেখতে পান তারা। মা মেছোবাঘের দেখা না পেয়ে শাবকটি অতিমাত্রায় ডাকাডাকি শুরু করে দেয়। রাতে মা মেছোবাঘটি ধরার জন্য ফাঁদ পেতে রাখা হয়। গভীর রাতে ওই ফাঁদে আটকা পড়ে মা মেছোবাঘটি। পরে সেটিকে উদ্ধার করে খাঁচায় ভরে শাবকের কাছে নেওয়া হয়। এতে মা মেছোবাঘ ও শাবক শান্ত হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী সাহা গণমাধ্যমে বলেন, শাবকসহ মেছোবাঘটি উদ্ধারের জন্য বন বিভাগকে খবর দেওয়া হয়েছে। বন বিভাগ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান তিনি।