রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন
প্রধান সংবাদ :

ওভারটেক করতে গিয়ে কাল হলো কলেজ ছাত্রের।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩

দ্রুতগামী বাস ওভারটেক করতে যাওয়াই কাল হলো কলেজছাত্র শাকিল আহমেদের। সোমবার সকাল সোয়া ৬টার দিকে নেত্রকোনা জেলা শহরের প্রধান সড়কের ছোটবাজার এলাকায় বাস ওভারটেক করতে গিয়ে নিহত হয়েছেন তিনি।

নিহত শাকিল আহমেদ (২০) সদর উপজেলার সিংহেরবাংলা গ্রামের আবেদ হাসানের ছেলে। তিনি নেত্রকোনা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ৬টার দিকে শাকিল ও তার বড়ভাই মেজর সোহাগ আহমেদ মোটরসাইকেলে পারলা বাসস্ট্যান্ডে যান। এরপর সোহাগকে বাসে তুলে দিয়ে শাকিল আবার মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় জেলা শহরের ছোটবাজার এলাকায় আসার পর একটি নৈশকোচকে দ্রুত ওভারটেক করতে গিয়ে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগে। তখন রাস্তায় পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় বাস বা চালককে আটক করা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102