রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:০৫ পূর্বাহ্ন
প্রধান সংবাদ :

বিসিসির উদ্যোগে শুরু হয়েছে সাগরদী খাল খনন, থাকবে ওয়াকওয়ে, ফুট ওভারব্রীজ।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩

বিসিসির উদ্যোগে শুরু হয়েছে সাগরদী খাল খনন, থাকবে ওয়াকওয়ে, ফুট ওভারব্রীজ।

বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে শুরু হয়েছে খাল খনন কর্মসূচী। বুধবার সন্ধ্যায় ভেকু চালিয়ে কীর্তনখোলা তীর সংলগ্ন সাগরদী খাল খনন কাজের উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এসময় তিনি বলেন আমি এই খাল খনন কাজ শুরু করলাম, এটি রক্ষনাবেক্ষন করার দায় আপনাদের। এই প্রকল্প বাস্তবায়িত হলে এই এলাকার চেহারা পাল্টে যাবে।

এসময় মেয়র বলেন এই খনন কাজ ও সৌন্দর্যবর্ধন ছাড়াও মন্ত্রনালয়ে ৪২ টি খাল খননের জন্য ২৬০০ কোটি টাকার প্রজেক্ট জমা দেয়া আছে। এসব প্রকল্প বাস্তায়িত হলে নগরীতে বরিশালে জলাবদ্ধতা থাকবে না।

তিনি বলেন ১৭ কোটি টাকা ব্যায়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের খাল খননের আরো একটি প্রজেক্টের কথা বলা হয়, কিন্ত এর বহু আগেই প্রধানমন্ত্রী ১৩০ কোটি টাকার এই খাল খনন সহ বিভিন্ন প্রকল্প অনুমোদন করেছেন, এর ফলে দ্বৈততা পরিহারের জন্য ১৭ কোটি টাকার পানি সম্পদ মন্ত্রনালয়ের খাল খনন প্রকল্পে বরিশাল সিটি কর্পোরেশ নো অবজেক্শন দেয়নি।

এসময় বিসিসির পক্ষে একটি ভিডিও প্রেজেন্টেশনে উল্লেখ করা হয় যে ‘ সাগরদী খাল খনন ও স্লোপোর এই প্রকল্পে ৭.১৫ কিমি লম্বা এই খালটি খননের মাধ্যমে পানি প্রবাহ যেমন ফিরিয়ে আনা হবে তেমনি খালের পাশে ১.৩৫ কিমি সাইকেল লেন, সহ ওয়াকওয়ে, ফুট ওভার ব্রীজ , সবুজায়ন ও সৌন্দর্যবর্ধণ এর কাজ করা হবে।

‘বরিশাল শহরের জলবায়ু পরিবর্তন অভিযোজিত নগর উন্নয়ন পোগ্রাম’ এর আওতায় ৮.৫৪ কোটি টাকা ব্যয়ে খাল খনন ও ৪.২৪ কোটি টাকা ব্যায়ে সৌন্দর্য বর্ধনের কাজ সহ প্রায় ১৩ কোটি টাকার এই প্রকল্প টি আগামী জুলাই মাসে শেষ হওয়ার কথা রয়েছে বলে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আহম্মেদ জানান

অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভিসি প্রফেসর ড. ছাদেকুল আরেফিন বলেন এই প্রকল্প সমাপ্ত হলে বরিশাল আবার বাংলার ভেনিসে পরিনত হবে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102