রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন
প্রধান সংবাদ :

খুঁটি পুঁতে হাজারো মানুষের চলাচল বন্ধ করলেন বন বিভাগ।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩

গাজীপুর মহানগরীর কাশিমপুর গোবিন্দবাড়ি এলাকায় দেড় হাজার পরিবারের চলাচলের শত বছরে পুরাতন একটি রাস্তা সম্প্রতি খুঁটি পুঁতে এবং গাছ লাগিয়ে বন্ধ করে দিয়েছে বন বিভাগের লোকজন।

এতে ওই এলাকার তিনটি শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে প্রায় দেড় হাজার শ্রমিক বেকার হয়ে গেছেন। এলাকার হাজার হাজার মানুষের চলাচল এবং মালামাল আনা নেওয়াও এখন বন্ধ। এতে ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী।

এ ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে ওই এলাকার ভবানীপুর পূর্বপাড়ার শত শত মানুষ মানববন্ধন ও বিক্ষোভ করে রাস্তা খুলে দেওয়ার দাবি জানিয়েছেন। মানববন্ধনে আনোয়ার হোসেন মৃধা, মজিবুর রহমান, আব্দুর মতিন মণ্ডল, ফরহাদ ফকির, শাহ আলম পাঠান, আজহার মণ্ডল প্রমুখ বক্তব্য রাখেন।

গাজীপুর মহানগরীর ২নং ওয়ার্ড কাউন্সিল মোন্তাজ উদ্দিন মণ্ডল বলেন, শত বছরের পুরাতন বহুল ব্যবহৃত এ সড়কটি আরএস ও বিডিএস জরিপে সরকারি রাস্তা; এটি পাকাকরণের জন্য সম্প্রতি গাজীপুর সিটি করপোরেশন কর্তৃক প্রায় ৪০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। রাস্তাটিতে সম্প্রতি কাশিমপুর বিট অফিস কর্তৃক চারা রোপণ ও খুঁটি দ্বারা জনসাধারণের চলাচলের প্রতিবন্ধকতা তৈরি করায় রাস্তার উন্নয়ন কাজ থেমে গেছে। বন্ধ হয়ে গেছে তিনটি কারখানা। বেকারে হয়ে গেছেন দেড় হাজার শ্রমিক। তিনি অবিলম্বে এ রাস্তাটি খুলে দেওয়ার দাবি জানান।

এ ব্যাপারে বন বিভাগের চন্দ্রা রেঞ্জের রেঞ্জ অফিসার আশরাফুল আলম দোলন বলেন, এটি গেজেটভুক্ত বনভূমি। বনের জায়গা দিয়ে রাস্তা তৈরির কোনো সুযোগ নেই। এ ব্যাপারে জেলা প্রশাসকের সুপারিশে মন্ত্রণালয়ের লিখিত অনুমতি নিয়ে রাস্তা করার সুযোগ আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102