সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন
প্রধান সংবাদ :

খুলনায় দুর্বৃত্যদের গুলিতে, যুবক নিহত।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

খুলনার ফুলতলা উপজেলায় মিলন ফকির (৪৫) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৩০ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার জামিরা রোডে এ ঘটনা ঘটে।

নিহত মিলন ওই এলাকার আব্দুল ওহাব ফকিরের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মিলন ফকির জামিরা রোডের আইডিয়াল স্কুল মোড়ে দাঁড়িয়েছিলেন।

এ সময় মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে মিলনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। মিলন দৌড়ে স্থানীয় একটি দোকানে ঢুকলে আবারও গুলি করা হয়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুশান্ত সরকার বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানানো যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102