সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৬:১৫ পূর্বাহ্ন
প্রধান সংবাদ :

চুয়াডাঙ্গায় ৬টি অত্যাধুনিক এয়ারগান জব্দ।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩

চুয়াডাঙ্গার দর্শনার ফুলবাড়ি সীমান্ত থেকে ৬টি অত্যাধুনিক ভারতীয় এয়ারগান জব্দ করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ফুলবাড়ী সীমান্ত পিলার ৮৬ থেকে ৫০০ গজ বাংলাদেশের অভ্যান্তরে বুড়িপোতা মাঠ থেকে এয়ারগান জব্দ করা হয়।

চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক শাহ মো: ইশতিয়াক পিএসসি রাতে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী বিওপি টহল দল জানতে পারে চুয়াডাঙ্গার দর্শনা থানার ফুলবাড়ী সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ অস্ত্রের চালান বাংলাদশের অভ্যন্তরে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী সীমান্ত টহল কমান্ডার নায়েক সুবেদার ফারুক হোসেন সঙ্গীয় টহলদল নিয়ে সীমান্ত পিলারে ৮৬ হতে ৫০০ গজ বাংলাদশেরে অভ্যন্তরে বুড়িপোতা মাঠে অবস্থান নেয়।

এ সময় আনুমানিক সন্ধ্যা পৌনে ৭টার দিকে দুইজন ব্যক্তি মাথায় কার্টুন নিয়ে সীমান্ত পিলারের ৮৬ এর নিকট দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখলে বিজিবির সশস্ত্র টহল দল চোরাকারবারীদেরকে ধাওয়া করে। তখন চোরাকারবারীরা কার্টুন ফেলে দৌড়ে ভূট্টা ক্ষেতের মধ্যে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা কার্টুন উদ্ধার করে। ২টি কার্টুনের মধ্যে থেকে ৬টি অত্যাধুনকি ভারতীয় এয়ার গান জব্দ করা হয়।

তিনি আরও জানান, এ বিষয়ে দর্শনা থানায় অবৈধ অস্ত্র আইনে মামলা করে জব্দকৃত এয়ারগানগুলো জমা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102