রবিবার, ১১ মে ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন
প্রধান সংবাদ :

রংপুরে মাদক সম্রাট শাহীন আটক।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩

রংপুরের পীরগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ মাদক সম্রাট শাহীন আকন্দকে (৫৫) আটক করেছ পুলিশ।

শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে বড় দরগা ইউনিয়নের ভগবানপুর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শাহীন পীরগঞ্জ উপজেলার ভগবানপুর (সরকার পাড়া) গ্রামের মফিজল আকন্দর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ভগবানপুর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে শাহীনকে আটক করা হয়।

পরে তার সঙ্গে থাকা পাঁচ কেজি গাঁজা ও গাঁজা বিক্রির তিন হাজার ৮২০ টাকা জব্দ করা হয়। এ সময় পুলিশি উপস্থিতি টের পেয়ে তার সহযোগী ও ক্রেতারা পালিয়ে যায়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, শাহীন একটি মাদক মামলায় এক বছরের সাজা ভোগ করে বেরিয়ে এসে আবারও মাদক বিক্রিতে জড়িয়ে পড়েন। তার নামে পীরগঞ্জ থানায় আরও পাঁচটি মামলা রয়েছে।

রংপুরের সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) আখতারুজ্জামান বলেন, গ্রেফতার আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102