রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:০০ পূর্বাহ্ন
প্রধান সংবাদ :

বিচারপতি এফ আর এম নাজমুল আহসান এর প্রথম মৃত্যুবার্ষিকীতে, বক্তারা বর্ণাঢ্য জীবন সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩

প্রথম মৃত্যুবার্ষিকীতে বক্তারা বিচারপতি এফ আর এম নাজমুল আহসান এর বর্ণাঢ্য জীবন সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান।

বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ছিলেন এজজন নিভৃতচারি, সৎ মানুষ । সারা জীবন তিনি সততার সাথে কাজ করেছেন বিচারঙ্গনে এসে তিনি অত্যন্ত সততার সাথে পালন করেছেন এবং কয়েকটি যুগান্তকারী রায় প্রদান করেছেন। তার মৃত্যুতে বরিশাল হারালো তার প্রিয় সন্তানকে, দেশ হারালো একজন কৃতি সন্তানকে।

বরিশালে অশ্বিনী কুমার হলে শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত, বিচারপতি এফ আর এম আহসান এর প্রথম মৃত্যুবার্ষিকীতে বক্তারা একথা বলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি সেনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, আমি শুনেছি তিনি একজন সৎ ও নীতিনষ্ট মানুষ ছিলেন, এই ধরনের মানুষ সমাজের জন্য দেশের জন্য অত্যন্ত প্রয়োজন আমি তার প্রতি শ্রদ্ধা জানাই। বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ছাদেকুল আরেফিন বলেন তিনি বিচারপতি হয়ে বহু গুরুত্বপূর্ণ রায় প্রদান করেছেন। যা দেশের মানুষ মনে রাখবে, বিশেষ করে মুক্তিযোদ্ধাদের নামের আগে বীর মুক্তিযোদ্ধা, সবার জন্য জয় বাংলা স্লোগান স্লোগান , জাহালমের বিচার উল্লেখযোগ্য।

অনুষ্ঠানে বরিশাল আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট লস্কর নুরুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রয়াতের ঘনিষ্ঠ একুশে পদক প্রাপ্ত সাংবাদিক অজয় দাশগুপ্ত, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর হোসেন, খান আলতাফ হোসেন ভুলু , সৈয়দ দুলাল, নজমুল হোসেন আকাশ,রফিকুল ইসলাম সহ প্রয়াতের ছোট ভাই সাংবাদিক তৌফিক মারুফ।

এর আগে এক মিনিট নীরবতা পালন ও ফুলের শ্রদ্ধা নিবেদন এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানের সকল বক্তারাই প্রয়াতের স্মৃতি সংরক্ষণে সবাইকে এগিয়ে আসে রহমান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102