সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন
প্রধান সংবাদ :

হিরো আলমকে নিয়ে আমার কোন মন্তব্য ছিলো নাঃ কাদের।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩

হিরো আলমকে নিয়ে আমার কোনো মন্তব্য ছিল না, আমার মন্তব্য ছিল মির্জা ফখরুলকে নিয়ে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার(৬ ফেব্রুয়ারি) সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন আহমেদের জানাজা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, মোসলেম উদ্দিন কর্মী থেকে নেতা হয়েছেন, দলের নিবেদিত প্রাণ হিসেবে বঙ্গবন্ধুর চেতনার সৈনিক। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আওয়ামী লীগকেই লালন করেছেন তিনি।

তার এমপি হওয়ার শেষ স্বপ্ন শেখ হাসিনা পূরণ করেছেন।

এ জানাজায় অংশগ্রহণ করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, কিভাবে কর্মী থেকে নেতা হওয়া যায় তার কাছে শেখার রয়েছে ।

বিপ্লব বড়ুয়া বলেন, চট্টগ্রাম এর রাজনীতিতে মোসলেম উদ্দিন একজন আইকন বা অথরিটি ছিলেন।

এ সময় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মোসলেম উদ্দিনের প্রতি শ্রদ্ধা জানান ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102