রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:৩৭ অপরাহ্ন
প্রধান সংবাদ :

রহিম আর কখনো বাড়ি ফিরবেন না।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩

গাছ কেটে জীবিকা নির্বাহের জন্য প্রতিদিনের ন্যায় অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন সিংড়া উপজেলার কলম পুন্ডরী গ্রামের আব্দুর রহিম। সঙ্গে ছিলেন প্রতিবেশী আরও চারজন। কথা ছিল কাজ শেষে সিংড়া হাট থেকে বাজার নিয়ে বাড়ি ফিরবেন। কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস? আব্দুর রহিমকে লাশ হয়ে বাড়ি ফিরতে হলো।

সোমবার সকাল সাড়ে ৮টায় নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার জোলারবাতা এলাকার। অটোভ্যানের এক্সেল ভেঙে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন।

নিহত ভ্যানচালক আব্দুর রহিম (৪৭) কলম পুন্ডরী গ্রামের মৃত রফিকুল ইসলাম ওরফে উপেন মন্ডলের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চালকসহ পাঁচজন শ্রমিক একটি অটোভ্যান যোগে চৌগ্রামের নিমাকদমা গ্রামে গাছ কাটার জন্য যাচ্ছিল। পথিমধ্যে জোলারবাতা এলাকায় ভ্যানগাড়ির একটি চাকার এক্সেল ভেঙে মহাসড়কের উপড়ে ছিটকে পড়ে। সঙ্গে সঙ্গে বিপরীতগামী একটি ট্রাক তাদের ওপর দিয়ে যায়। এতে অটোভ্যান চালক আব্দুর রহিম ঘটনাস্থলেই মারা যান এবং ভ্যানের চারযাত্রীরা আহত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থ পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দিতে অস্বীকৃতি জানায়।

আহতরা হলেন- বিদ্যুৎ হোসেন (৪২), কাচু প্রামাণিক (৬০), মাসুদ রানা (৩৫) ও এলামুল হক (৪০)।

সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শিবলী নোমানী শুভ বলেন, গুরুতর আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর অপর দুজনকে উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে আহত রোগীদের চিকিৎসা দিতে অনিহার বিষয়টি তিনি শুনেছেন। আর বিষয়টি খতিয়ে দেখছেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102