রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:২৯ পূর্বাহ্ন
প্রধান সংবাদ :

প্রতিষ্ঠার নব্বই বছর পরে মুক্তিযোদ্ধার নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়ন শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয় টি প্রতিষ্ঠার নব্বই বছর পরে শহিদ কুমুদ বন্ধু রায় চৌধুরীর নামে নামকরন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস নতুন নাম ফলক উন্মোচন করেন পরে বিদ্যালয়ের নতুন নাম করনের চিঠিটি বিদ্যালয়ের জমি দাতা পরিবারের সদস্য ছায়া রানী রায় চৌধুরীর কাছে হস্তান্তর করেন বোর্ড চেয়ারম্যান।

এই সময়ে বলেন বীর মুক্তিযোদ্ধা কুমুদ বন্ধু রায় চৌধুরীর নামে এর আগেই স্কুল এর নাম করন করা উচিত ছিল আজ শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশ ক্রমে এর আনুষ্ঠানিক নাম করনের যাত্রা শুরু হয়েছে।

অনুষ্ঠানে বাকেরগঞ্জ পৌরসভার মেয়র লোকমান হোসেন ডাকুয়া বলেন, এই মুক্তিযোদ্ধার নামে শিক্ষা প্রতিষ্ঠানের নাম করন হওয়ায় আমি খুশি হয়েছি, আমি নির্বাচিত হয়েই মুক্তিযোদ্ধাদের নামে সড়কের নাম করন করেছি, আগামীতে ও করব ।

কুমুদ বন্ধু রায় চৌধুরীর সহধর্মিনী ছায়া রানী রায় চৌধুরী বলেন, বীর মুক্তিযোদ্ধা কুমুদ বন্ধু রায় চৌধুরী শ্যামপুরে মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন, এই স্কুলে ও বহু মুক্তিযোদ্ধাদের তিনি আশ্রয় দেন, প্রায় তিনশো মুক্তি যোদ্ধাদের খাবারের ব্যবস্থা করেন আমরা তার নামে এই স্কুল এর নাম করন চাইলেও কোন এক অদৃশ্য কারণে এই নাম করন করা হয়নি এই নাম করনের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা কুমুদ বন্ধু রায় চৌধুরী (নাটু বাবু) এর নাম চির জাগ্রত থাকবে আমি এই নাম করনের বিষয়ে যারা কাজ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনও সজল কুমার শীল, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ (বীর প্রতীক), গণ ফোরাম সভাপতি হিরণ কুমার দাস মিঠু, উন্নয়ন ব্যক্তিত্ব রণজিৎ দত্ত, সাংবাদিক সুশান্ত ঘোষসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102