রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:২৯ অপরাহ্ন
প্রধান সংবাদ :

চট্টগ্রামে ছাদ থেকে পরে ৩ শ্রমিকের মৃত্যু।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে ৩ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকরা হচ্ছেন-শাকিব(২২), রিপন(১৮) ও ইসরাফিল(২৫)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, কল্পলোক আবাসিক এলাকার নির্মাণাধীন একটি ৯ তলা ভবনে কাজ করার সময় ৩ শ্রমিক তিন তলার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন।

পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে তাদের চমেক হাসপাতালে নিয়ে গেলে দু’জনকে তাৎক্ষণিকভাবে মৃত ঘোষণা করা হয়। অপরজনকে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হলেও পরে ওই শ্রমিকেরও মৃত্যু হয়।

এ ঘটনায় বাকলিয়া থানার ওসি আবদুর রহিম জানিয়েছেন, নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। তবে নির্মাণাধীন ওই ভবনের মালিকের নাম বা ভবনটি কার সেটি তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেন নি। এ ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা দায়ের হবে বলে জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102