মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ২ লাখ টাকা মূল্যের হেরোইনসহ মো.সাইফুল ইসলামকে (৪২) আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালের দিকে জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক মো.সাইফুল ইসলাম গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ভৃঙ্গরাজ ( মীরপাড়া) এলাকার মৃত আব্দুস সালামের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, পুলিশ সুপারের নির্দেশে নিয়মিত মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় আল মোবারক খাবার হোটেলের সামনে থেকে মো.সাইফুল ইসলামকে ২০ গ্রাম হেরোইনসহ আটক করা হয় যার আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকা। আটকের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা রয়েছে।