ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়ার ধ্বসংস্তূপের নিচে জন্ম নেওয়া ‘মিরাকল বেবি’ নাম ও নতুন বাড়ি পেয়েছে। গত সোমবার ভোরে সিরিয়া ও তুরস্কে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে হাজার হাজার ভবন ধসে পড়েছে।
ইতোমধ্যে অনেক মানুষকে ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে বেশ কিছু শিশুও রয়েছে। তাদেরই একজন এ মিরাকল বেবি বা অলৌকিক শিশু।
খবরে বলা হয়েছে, ভূমিকম্পের ঘণ্টা পাঁচেক পর শিশুটিকে উদ্ধার করেন উদ্ধারকারীরা, যখন তার নাড়ি মৃত মায়ের সঙ্গেই সংযুক্ত ছিল। সিরিয়ার জেন্দ্রিস শহরে ঘটে এই অলৌকিক ঘটনা। তবে উদ্ধারের সময় শিশুটির গায়ে বেশ কয়েক জায়গায় আঘাতের চিহ্ন ছিল। ভূমিকম্পের ধ্বংসস্তূপে শিশুটির জন্ম হলেও এই দুনিয়াতে তার কেউ নেই। হারিয়েছে পরিবারের সবাইকে। অর্থাৎ ভূমিকম্পে তার বাবা-মা ও ভাইবোন সবাই মারা গেছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শিশুটির নাম রাখা হয়েছে আয়া। আরবিতে যার অর্থ মিরাকল বা অলৌকিক। শিশুটির বাবার চাচা জানিয়েছেন, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তিনি আয়াকে বাড়ি নিয়ে যাবেন। কারণ তার পরিবারের সবাই নিহত হয়েছে। সালাহ আল-বদরান নামের এই ব্যক্তির বাড়িও ভূমিকম্পে ধ্বংস হয়েছে। তিনি তার পরিবারকে নিয়ে বর্তমানে তাঁবুতে অবস্থান করছেন।
খবরে বলা হয়েছে, ‘মিরাকল বেবি’টিকে উদ্ধারের পর কয়েক হাজার মানুষ তাকে দত্তক নেওয়ার প্রস্তাব দিয়েছে। প্রাথমিকভাবে তাকে পার্শ্ববর্তী আফরিন শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। এক চিকিৎসকের স্ত্রী তার শিশুর সঙ্গে আয়াকেও দুধ পান করাচ্ছেন।
৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের ফলে তুরস্ক ও সিরিয়ায় অসংখ্য শিশু এতিম হয়ে পড়েছে। আয়া তাদের মধ্যে একজন। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, যেসব শিশু ভূমিকম্পে তাদের পিতামাতাকে হারিয়েছে, তাদের খোঁজখবর রাখা হচ্ছে। সেই সঙ্গে হাসপাতালের সঙ্গে সমন্বয় করে এসব শিশুকে বিভিন্ন পরিবারের কাছে হস্তান্তরের চেষ্টা চলছে, যেখানে তাদের যত্নের সঙ্গে লালন-পালন করা হবে।