রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১১:১৫ অপরাহ্ন
প্রধান সংবাদ :

প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় ডঃ মোস্তফা জালালকে গণসংবর্ধনা।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনকে গণসংবর্ধনা দিয়েছে লালবাগ, চকবাজার, বংশাল ও কোতয়ালী থানা আওয়ামী লীগ।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, গণতন্ত্রের শুরু করে বঙ্গবন্ধু।

তা লঙ্ঘন করেছে বিএনপি-জামাত। যারা গণতন্ত্র লঙ্ঘন করেছে তারাই গণতন্ত্রের কথা বলে।

সংবিধান পরিবর্তনের কথা বলে। বাংলাদেশের সংবিধান সব থেকে আধুনিক সংবিধান। সংবিধান কাটা-ছেড়া যাবে না। খুনি জিয়া গনতন্ত্রকে হত্যা করেছে। বঙ্গবন্ধুকে হত্যা করেছে। সেই সাথে সংবিধানকেও হত্যা করেছে। আজ তারাই সংবিধান পরিবর্তনের কথা বলে। গনতন্ত্রের কথা বলে। জনগণের বাকস্বাধীনতা কেড়ে নিয়েছিলো বিএনপি। আওয়ামী লীগ জনগণের সেই গণতন্ত্র পুনরুদ্ধার করেছে। এটা তাদের সহ্য হচ্ছে না। আবারও জ্বালাও পোড়াও অগ্নি সন্ত্রাস করতে চায় বিএনপি। তাদের দুঃশাসন, মিথ্যা মামলা আমরা দেখেছি।

ব্যারিস্টার তাপস আরও বলেন, বাংলার মানুষ নৌকায় ভোট দিয়ে তাদের অধিকার নিশ্চিত করেছে। আবারও তাই করবে। সংবিধান আছে, গণতন্ত্র আছে, ভোটাধিকার আছে, নির্বাচনী প্রতীক আছে জনগণ নৌকায় ভোট দিয়ে আবার জয়যুক্ত করবে। শেখ হাসিনার নেতৃত্বে গনতন্ত্র আরও শক্তিশালী হয়েছে। বিএনপি জামাত সম্পূর্ণ ভুয়া। এই ভুয়া দলকে প্রতিহত করতে হবে।

আওয়ামী লীগের নবনির্বাচিত প্রেসিডিয়াম সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে নিরলসভাবে কাজ করে যেতে হবে। জাতির জনকের বাংলায় জঙ্গিবাদ, সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো স্থান হবে না। ভিশন-২০৪১ ও স্মার্ট বাংলাদেশ গড়তে স্বাধীনতার চেতনায় বিশ্বাসীদের একজোট হতে হবে, কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে। এসময় তিনি প্রেসিডিয়াম সদস্য করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি শারফুদ্দিন আহম্মেদ সেন্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল অ্যাভোকেট আবু মোহাম্মদ আমিন উদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী মোর্শেদ হোসেন কামাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102