আসামের নওগাঁয় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল চার।
রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেলের দিকে নওগাঁয় ভূমিকম্পটি আঘাত হানে। এসব তথ্য নিশ্চিত করেছেন ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)।
এনসিএস জানায়, স্থানীয় সময় বিকেল চারটা ১৮ মিনিটে আসামের নওগাঁয় মৃদু ভূমিকম্প অনুভূত হয়। এটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।
এর আগে ফেব্রুয়ারির শুরুতে মনিপুরের উখরুল এলাকায় একই মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল।