রংপুর জেলার কাউনিয়া থানার যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মিয়ারুল ইসলামকে (৩২) আটক করেছে র্যাব-৩।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকার নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আসামি মো. মিয়ারুল ইসলাম রংপুর জেলার কাউনিয়া থানার চরপল্লীবাড়ী এলাকার আবু বক্করের ছেলে।
র্যাব-৩ এর অধিনায়ক জানান, আটক আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে। তার বিরুদ্ধে রংপুর জেলার কাউনিয়া থানায় ২০১৫ সালে একটি যৌতুক মামলা দায়ের করা হয়।
মামলার পর থেকে সে দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবনযাপন করে আসছিল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তার বিরুদ্ধে ১ বছরের সশ্রম কারাদণ্ডের রায় দেন।
আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।