রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন
প্রধান সংবাদ :

সাতক্ষীরায় বীর নিবাসের চাবি পেলেন ১১৬ বীর মুক্তিযোদ্ধার পরিবার।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩

সাতক্ষীরায় বীর নিবাসের চাবি পেলেন ১১৬ জন অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১২টায় গণভবণ থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব ঘরের চারি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন।

এর পর পরেই বীর মুক্তিযোদ্ধাদের হাতে চাবি তুলে দেওয়া হয়।

এ সময় সাতক্ষীরা প্রান্তে সদর উপজেলা ডিজিটাল কর্নারে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফতেমা তুজ-জোহরা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মনির হোসেনসহ বীর মুক্তিযোদ্ধারা।

অনুষ্ঠানে জানানো হয়, অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা জেলার ২৯১ জন অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধার পরিবার ‘বীর নিবাস’ পাবেন। এর মধ্যে বুধবার ১১৬টি আজ দেওয়া হলো।

সাতক্ষীরা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক বলেন, ঘর পেয়ে মুক্তিযোদ্ধা পরিবারগুলো যেমন আনন্দে ভাসছেন, তেমনি আমরাও ঘরগুলো নির্মাণ করতে পেরে গর্ববোধ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102