রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:৪১ অপরাহ্ন
প্রধান সংবাদ :

বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে কোয়ান্টাম ফাউন্ডেশনের সেচ্ছা রক্ত দান কার্যক্রম অনুষ্ঠিত ।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩

রক্তের বিকল্প রক্ত। বিশুদ্ধ রক্ত। স্বেচ্ছায় রক্তদানই যার প্রধান উৎস। স্বেচ্ছায় রক্তদানে সর্বস্তরের মানুষের আগ্রহ ও অংশগ্রহণ যত বাড়বে বিশুদ্ধ রক্তপ্রাপ্তির সম্ভাবনাও তত বাড়বে।

আর তাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে বিকেল ৩ টায় কোয়ান্টাম ফাউন্ডেশনের আয়োজনে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে সেচ্ছায় রক্তদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল কোয়ান্টাম ফাউন্ডেশনের পরিচালক ফয়সাল মাহমুদ। এতে বরিশালের বিভিন্ন পেশার শ্রেনীর মানুষ অংশগ্রহণ করেন।

রক্ত দানের পর প্রত্যেক রক্তদাতাকে ডোনার কার্ড ও শুভেচ্ছা উপহার দেয়া হয়। পরবর্তীতে তাদের প্রত্যেককে হেপাটাইটিস -বি, হেপাটাইটিস -সি,এইডস, সিফিলিস এবং ম্যালেরিয়ার স্ক্রিনিং রিপোর্ট বিনামূল্যে দেয়া হবে।

এর আগে সকাল ১০ টায় ঝালকাঠি কালেক্টরেট বিদ্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন জনপ্রতিনিধি জনাব আমির হোসেন আমু (এম পি) ও ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম ।

আমাদের দেশে প্রতিবছর প্রায় আট লক্ষ ইউনিট রক্ত প্রয়োজন। একসময় (২০০১ সালের জরিপ অনুযায়ী) প্রয়োজনীয় এ রক্তের একটা বড় অংশই (৪৭%) আসত পেশাদার রক্তবিক্রেতাদের কাছ থেকে। কিন্তু এখন এ হার নেমে এসেছে মাত্র ১২% এ।

কোয়ান্টাম রক্ত কার্যক্রম প্রতিষ্ঠিত হয় ১৯৯৬ সালে। তখন শুধু ভ্রাম্যমান রক্তদাতাদের সমন্বয়ের কাজটিই কোয়ান্টাম করতো। ২০০০ সালে ঢাকার কাকরাইলে প্রতিষ্ঠিত হয় নিজস্ব ল্যাব। এরপর থেকেই এ কার্যক্রমটিতে গতির সঞ্চার হতে শুরু করে। ২২ বছরের পথ পরিক্রমায় এ পর্যন্ত (৩০ সেপ্টেম্বর ২০২২) কোয়ান্টাম সরবরাহ করেছে ১৪,৩৭,৯২৭ ইউনিট রক্ত ও রক্ত উপাদান। আর সংগ্রহ করেছে মোট ৯,০৪,৩৯৮ ইউনিট রক্ত। তারই ধারাবাহিকতায় বরিশাল কোয়ান্টাম ফাউন্ডেশনেও গড়ে ওঠে কোয়ান্টাম ব্লাড ডোনার পুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102