বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্যামল মণ্ডল নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
শ্যামল ওই গ্রামের গোপাল চন্দ্র মন্ডলের ছেলে।
শ্যামলের স্বজনরা জানান, নিজ ঘরে ওয়ারিং করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুত্বর আহত হন শ্যামল।
পরে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত ব্যক্তির মরদেহ উদ্ধারের জন্য তার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে