রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন
প্রধান সংবাদ :

ফরিদপুর বিএনপি অফিসে হাতাহাতি ভাংচুর, সভা পন্ড।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩

ফরিদপুরে বিএনপির সভায় হামলা করেছে দলটির আরেক পক্ষ। নিজেদের মধ্যেই হাতাহাতির ঘটনা ঘটেছে।

এ সময় জেলা বিএনপির অফিস কক্ষের চেয়ার, টেবিল ভাঙচুর করা হয়। এতে পণ্ড হয়ে গেছে সেই সভা।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় ফরিদপুর শহরের কাঠপট্টি এলাকায় দলীয় কার্যালয়ে এসব ঘটে।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে বিএনপির এক পক্ষের উপর আরেক পক্ষ হামলা করে বলে জানা গেছে।

দলীয় নেতাকর্মীদের সূত্রে জানা যায়, আগামী ২৫ মার্চ বিএনপির কেন্দ্রী কর্মসূচি (পদযাত্রার) সফল করতে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এসময় ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব সংগঠনের যুগ্ম-আহ্বায়কদের পাশ কাটিয়ে এবং দলীয় প্রধান তারেক জিয়ার সিদ্ধান্তে স্থগিত হওয়া ৫টি ইউনিটের নেতাদের নেমন্ত্রণ করে সভা করে। বিষয়টি নিয়ে নেতাকর্মীদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে চেয়ার-টেবিল ভাঙচুর চালানো হয়। পরে সভাটি পন্ড হয়ে যায়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি আহ্বায়ক সৈয়দ মোদারেরছ আলী ইছা, সদস্য সচিব এ.কে কিবরিয়া স্বপন, আহ্বায়ক কমিটির সদস্য মো. আজম খান, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, যুবদলের জাহাঙ্গীর হোসেন, বেনজির আহমেদ তাবরিজ প্রমুখ ।

ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল অভিযোগ করে বলেন, দলের কেন্দ্রীয় কর্মসূচি আমরা সবাই মিলে করতে চাই। কিন্তু দলের গুরুপূর্ণ নেতাদের বাদ দিয়ে সভা আহ্বান এটা কাম্য নয়। এমনকি দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে যে ৫টি কমিটি স্থগিত হয়, তাদের এই সভায় উপস্থিত করা হয়। বিষয়টি নিয়ে আলোচনা উঠলে নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয় এতে সভা পণ্ড হয়ে যায়।

তিনি বলেন, কোনোভাবে তারেক জিয়ার সিদ্ধান্ত অমান্য করা ঠিক হয়নি, এটি দলীয় শৃঙ্খলা পরিপন্থী।

সভার বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেরছ আলী ইছা ও সদস্য সচিব এ.কে কিবরিয়া স্বপন দাবি করেন সভাটি পণ্ড হয়নি।

ভাঙচুর ও হাতাহাতির বিষয়টি অস্বীকার করে তারা বলেন, কেউ কেউ উত্তেজনা সৃষ্টি করতে চেয়েছে। তবে যারা দলের নিষ্ক্রিয় কর্মী তাদের এই সভায় ডাকা হয়েছিল, আমাদের মূল লক্ষ্য হচ্ছে ২৫ মার্চের কর্মসূচি সফল করার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102