রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন
প্রধান সংবাদ :

তারের কয়েলের ভিতর মিললো ২৪ কেজি গাজা, আটক ৩।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩

গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ডিসের তারের কয়েলের মধ্যে রাখা ২৪ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে পলাশবাড়ী থানায় প্রেস ব্রিফিং এ সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা এ তথ্য জানান।

আটকরা হলেন, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা গ্রামের দুলাল হোসেনের ছেলে জসিম আলী (২২), আলাউদ্দিন মিয়ার ছেলে আতিকুর রহমান (২৫) ও ফুলবাড়ী উপজেলার বেড়াকুঠি মুন্সিপাড়া গ্রামের জাহিদুল ইসলাম জাকির (২০)।

সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা জানান, দুপুর ১২টার দিকে সদরের মহেশপুর-বিটিসি মোড় এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে তল্লাশি চালায় পুলিশ।

এ সময় বগুড়াগামী সফর সঙ্গী নামের যাত্রীবাহী বাসে তল্লাশি করে তিনটি ডিসের ক্যাবলের কয়েলের ভেতর থেকে ২৪ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। সেই সঙ্গে ৩ মাদক কারবারিকে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102