বরিশালের গৌরনদীতে ইদুর মারার বৈদ্যুতিক ফাঁদ পাততে গিয়ে শনিবার রাতে বিদ্যুতায়িত হয়ে কবির হাওলাদার (৫৩) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত কৃষকের পরিবারে শোকের মাতম চলছে।
নিহত কৃষক কবির হাওলাদার উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পুর্ব ডুমুরিয়া গ্রামের মৃত ইয়াসিন হাওলাদারের ছেলে।
নিহতের পরিবার, স্বজন, এলাকাবাসী ও থানা সূত্রে জানাগেছে, কৃষক কবির হাওলাদার নিজের বোরো খেতে ইদুরের আক্রমন ঠেকাতে শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পুর্ব ডুমুরিয়া গ্রামে তার বসত বাড়ির পূর্বপাশের বোরো খেতের মধ্যে ইদুর মারার বৈদ্যুতিক ফাঁদ পাততে যান। দীর্ঘ সময়েও তিনি ফিরে না এলে তার স্ত্রী ও স্বজনরা খোজাখুজি শুরু করেন। রাত ৮টার দিকে তারা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান কৃষক কবির হাওলাদার নিজের পাতা ইদুর মারার বৈদ্যুতিক ফাঁদের বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে মরে পড়ে আছে। তখন এলাকাবাসী ও স্বজনরা মিলে সেখান থেকে তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। এর পর এ ঘটনা তারা গৌরনদী মডেল থানাকে অবহিত করে। থানা পুলিশ খবর পেয়ে ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে।
বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার এসআই মোঃ কামাল হোসেন জানান, নিহত কৃষকের পরিবার স্বজন ও এলাকাবাসীর দাবির মুখে পুলিশ তার লাশ ময়না তদন্তের জন্য পাঠায়নি। নিহতের পরিবার থেকে স্ত্রী ও স্বজনরা ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদন করেন। ফলে থানা পুলিশ ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দিয়েছে।