কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় অভিযান চালিয়ে পৌরসভার সাবেক দুইবারের কাউন্সিলর মাসুম বাবুলকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে হোসেনপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পদুরগাতি-কাইছমা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
হোসেনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক ও উপ-পরিদর্শক (এসআই) মো. শরীফুল ইসলাম এর নেতৃত্বে পুলিশ সদস্যরা এ অভিযানে অংশ নেয়।
পুলিশ জানায়, কিশোরগঞ্জ আদালতে বিচারাধীন মোকদ্দমার আসামি মাসুম বাবুল।
তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা (কোর্ট মোকদ্দমা, ৩২৩/৩৮০/৪২৭/৫০৬ পেনাল কোড) রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে হোসেনপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পদুরগাতি-কাইছমা এলাকার মাসুম বাবুলের বাড়িতে অভিযান পরিচালনা করেন হোসেনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক ও উপ-পরিদর্শক (এসআই) মো. শরীফুল ইসলাম এর নেতৃত্বে পুলিশ সদস্যরা।
এসময় মাসুম বাবুলকে গ্রেফতার করা হয়।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের গ্রেফতারি পরোয়ানামূলে অভিযান চালিয়ে মাসুম বাবুলকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।