পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের রাজাপুর গ্রামে একটি সড়ক ২৬ বছর ধরে মেরামত না করায় মহা দুর্ভোগের কবলে পড়েছেন ১০ গ্রামের মানুষ। বর্তমানে হাটু পরিমান ধুলো মারিয়ে সড়কটিতে চলাচল করতে হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এলজিইডির তত্তাবধানে ১৯৯৬ সালে ওই গ্রামের গিয়াস মৃধার বাড়ি থেকে ফকির বাড়ি পর্যন্ত ৮০০ মিটার কার্পেটিং সড়ক নির্মাণ করা হয়। সড়কটি নির্মাণের কিছুদিন পরই ভেঙে খানাখন্দের সৃষ্টি হয়। এরপর আর সড়কটি মেরামত হয়নি। বর্তমানে এমন অবস্থা যে ধূলিময় সড়কটি দিয়ে প্রতিবার চলাচল করলে বাড়ি ফিরে গোসল করতে হয়।
ওই গ্রামের মামুন মৃধা বলেন, সড়কটি দিয়ে প্রতিদিন কালিশুরী ইউনিয়নের উত্তর রাজাপুর, পূর্ব রাজাপুর, কবিরকাঠি, ছিটকা, পোনাহুড়া, রণভৈরব, ধলাপাড়া, আড়াইনাও, মানখান ও সিংহেরাকাঠি গ্রামের হাজার হাজার মানুষ উপজেলা সদরে যাতায়াত করেন। কিন্তু নির্মাণের ২৬ বছরে মেরামত না করায় এখন সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কালিশুরী ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের মেম্বার মঞ্জুরুল আলম হিরন মৃধা বলেন, সড়কটি মেরামত করা সময়ের দাবী। কালিশুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেছার উদ্দিন জামাল সিকদার বলেন, খুব দ্রæত সড়কটি মেরামতের উদ্যোগ নেয়া হবে।
এলজিইডির উপজেলা প্রকৌশলী সুলতান হোসেন বলেন, শিগগিরই সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন পাঠানো হবে।