সাভারে রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাসের চাপায় স্বামী বেঁচে গেলেও হাসনা বেগম (৪৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক বাসটি আটক করতে পারেনি পুলিশ।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-আরিচা আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসনা বেগম সাভার পৌরসভার কাতলাপুর পালপাড়া এলাকার হায়দার আলীর স্ত্রী।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, মানিকগঞ্জ থেকে সেলফি পরিবহনের একটি বাসযোগে হাসনা বেগম ও তার স্থামী হায়দার বিকেলে (২৮ ফেব্রুয়ারি) সাভারের গেন্ডা এসে নামেন। পরে রাস্তা পারাপারের সময় আরেকটি অজ্ঞাত পরিবহনের চাপায় ঘটনাস্থলেই হাসনা বেগম নিহত হন।
তবে তার স্বামী সুস্থ আছেন। এ ঘটনা বাসটি চিহ্নিত করার চেষ্টা চলছে।
পরবর্তীতে নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।