এক চোর চুরি করতে এসে একটি দোকানে হানা দেয়, পরে চুরির মালামাল নিতে ভোর হয়ে গেলে, গণ পিটুনির ভয়ে ৯৯৯ ফোন করে সহয়তা চাইলে পুলিশ পাঠিয়ে উদ্ধার করা হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর বন্দর থানার ওসি আসাদুজামান জানান , মো. ইয়াছিন খাঁ একজন চোর। দীর্ঘদিন ধরে এ কাজ করছেন তিনি। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক চুরির মামলা ও অভিযোগ রয়েছে। চুরি করাকেই তিনি পেশা বানিয়েছেন।
তিনি জানান, চরকাউয়া ইউনিয়নের এআরখান বাজারের ঝন্টু হাওলাদারের মুদি দোকানের ভেতর উদ্ধারের পর ওই ব্যক্তি পুলিশকে জানান, চুরির উদ্দেশ্যে তিনি বুধবার ভোররাতে ঝাপের তালা ভেঙে দোকানে ঢুকেছিলেন। কিন্তু মালামাল চুরি ও তা নিয়ে যাওয়ার জন্য ব্যাগভর্তি করতে সময় গড়িয়ে সকাল হয়ে যায়। দোকানের সামনে লোকজনের আনাগোনা বেড়ে যায়। তখন আর দোকান থেকে মালামাল নিয়ে পালানোর সুযোগ ছিল না। আর ধরা পড়লে জনতার হাতে মারধরের শিকার হবেন, এমন আশঙ্কা থেকে ৯৯৯-এ কল করে সহায়তা চেয়েছেন।
ওসি জানান তাকে অন্য একটি চুরির মামলায় সন্দেহ ভাজন হিসেবে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে বুধবার সন্ধ্যায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে