বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের জুনায়েদ ঘটখালী গ্রামে পুকুরের পানিতে ডুবে জুনায়েদ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ মার্চ) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জুনায়েদ ওই গ্রামের জুয়েল হাওলাদারের ছেলে।
জানা গেছে, বিকেলে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করার সময় সবার অগোচরে পানিতে পড়ে ডুবে যায় জুনায়েদ।
এদিকে বাড়িতে ও পুকুর পাড়ে শিশুটিকে না দেখে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। একপর্যায়ে পুকুর থেকে নিথরাবস্থায় শিশুটিকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. লুনা বিনতে হক জানান, জুনায়েদকে হাসপাতালে নিয়ে আসার আগেই সে মারা গেছে।