শনিবার, ১০ মে ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন
প্রধান সংবাদ :

ছিনতাইকারীর হামলায় আরইউজে সভাপতির স্ত্রী-কন্যা আহত।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি রফিকুল ইসলামের স্ত্রী ও শিশু কন্যা।

বুধবার (১ মার্চ) দিনগত রাতে মহানগরীর রাজপাড়া থানার নতুন বিলসিমলা এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় রফিকের স্ত্রী ও কন্যা গুরুতর আহত হয়। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আরইউজে নেতারা।

বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে আরইউজের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান ও সাধারণ সম্পাদক তানজিমুল হক এক বিবৃতিতে বলেন, বুধবার রাত সোয়া ৮টার দিকে আরইউজে সভাপতি রফিকের স্ত্রী তার দুই শিশু সন্তানকে নিয়ে অটোরিকশা করে তেরোখাদিয়া এলাকার বাসায় ফিরছিলেন। এ সময় চার ছিনতাইকারী তাদের পথরোধ করে রফিকের স্ত্রীর কাছে থাকা ব্যাগটি ছিনিয়ে নেয়।

রফিকের স্ত্রী বাধা দিতে গেলে তিনি তার দুই বছরের শিশু কন্যাসহ রিকশা থেকে পড়ে যান। এ সময় তারা গুরুতর আহত হন।

তবে রফিকের আট বছরের শিশুপুত্র শরীরে আঘাত পায়নি। ছিনতাইকারীরা এ সময় রফিকের স্ত্রীর ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ওই ব্যাগে মোবাইল ফোন ও নগদ টাকাসহ অন্য গুরুত্বপূর্ণ জিনিস ছিল। এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

আরইউজে নেতারা বলেন, এ ধরনের ছিনতাইয়ের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করে। আমরা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অতিদ্রুত ছিনতাইকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102