অভিবাসন প্রত্যাশী ৮ জন অনিয়মিত বাংলাদেশিকে একটি বিশেষ বিমানযোগে দেশে ফেরত পাঠিয়েছে গ্রিস সরকার। গত সোমবার রাতে ৪র্থ বারের মতো গ্রিস থেকে অনিয়মিত অভিবাসন প্রত্যাশী বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানো হয়।
৫৬ জন নাগরিককে ডিপোর্টের জন্য এথেন্স আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হলেও ১৩ জন ছাড়া বাকিদের স্থানীয় মেনিদি শরণার্থী ক্যাম্পে ফেরত নেওয়া হয়েছে।
যে ৮ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে তারা স্বেচ্ছায় আইওএমসহ বিভিন্ন এনজিওর মাধ্যমে নিজ দেশে ফেরত গিয়েছেন বলে নিশ্চিত করেছেন স্থানীয় দূতাবাস।
এতে আতঙ্কে আছেন দেশটিতে বসবাসরত অনিয়মিত বাংলাদেশিরা। ৮ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক শরণার্থী বিষয়ক সংস্থা ‘আইওএম’ এবং স্থানীয় বাংলাদেশ দূতাবাসের একাধিক নির্ভরযোগ্য সূত্র।
২০১৬ সালের পর বাংলাদেশে ২০২১ সালের ডিসেম্বর মাসে ১৯ জনকে ফেরত পাঠানো হয়। গ্রিস পুলিশের প্রতিদিনের অবৈধ অভিবাসী পাকড়াও অভিযানে ১৯ বাংলাদেশিকে আটক করে সরাসরি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল।
চলতি বছরের জুলাই মাসে গ্রিসের মিনেদি ক্যাম্প থেকে ১৮ জন ও সাইপ্রাস থেকে ৯ জনসহ মোট ২৭ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তারপর থেকে ‘অনিয়মিত বাংলাদেশিদের’ পুলিশি হয়রানিসহ গ্রেফতার করে গ্রিসের বিভিন্ন ডিটেনশন সেন্টারে রাখা হচ্ছে।