শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন

বরিশালে গাঁজাসহ দম্পতি আটক।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ৪ মার্চ, ২০২৩

বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ এক দম্পতিকে আটক করেছে মেট্রোপলিটন বন্দর থানা পুলিশ।

শনিবার (৪ মার্চ) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের উপ-পরিদর্শক (এসআই) তানজিল হোসেন।

আটকরা হলেন- চরকাউয়া ইউনিয়নের বাসিন্দা মো. আলী হোসেন শরীফের ছেলে মো. রাজু শরীফ (৩৩) ও স্ত্রী মোসা. লাকী আক্তার (৩০)।

এসআই তানজিল হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (৩ মার্চ) রাতে পৌনে ৯টার দিকে ৭ নম্বর চরকাউয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102