রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন
প্রধান সংবাদ :

মেহেন্দিগঞ্জে আ.লীগের দুপক্ষের সংঘর্ষে আহত ৬।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের ৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (০৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার চরগোপালপুর ইউনিয়নে এ সংঘর্ষ বাঁধে।

সংঘর্ষে আহত একজনের অবস্থা আশঙ্ককাজনক বলে জানান মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

তিনি বলেন, আসন্ন ইউপি নির্বাচন, একটি বাজারের নামকরণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম হাওলাদার ও আলমগীর হোসেন স্বপন রাঢ়ীর মধ্যে বিরোধ রয়েছে।
এর জের ধরে সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

এতে আবুল কালাম হাওলাদার পক্ষের ৪ জন ও স্বপন রাঢ়ীর পক্ষের দুই জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত মাহেব হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, স্থানীয় চকিদার বাজার থেকে আমার ছেলেসহ অনুসারীরা মুজিববর্ষ বাজারের উদ্দেশে সন্ধ্যা সাড়ে সাতটায় রওনা দেয়। স্বপন রাঢ়ীর বাড়ির সামনে পৌঁছালে তার ছেলে সজল মাহমুদ, স্বপনের ভাই জসিমউদ্দিন টগন, মাহতাব হোসেনসহ ৫০/৬০ জন রামদা, হকিস্টিকসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। হামলাকারীরা পিটিয়ে ও কুপিয়ে আমার পক্ষের ৭ জনকে আহত করেছে।

তিনি আরও বলেন, গুরুতর আহত মাহেব হোসেন আহত অন্যান্যদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যরা হলেন, শাওন (৩০), রায়হান (২৮), সোহাগ (৩২), জামাল হোসেন (৪২), সজীব (২০) ও রিয়াজ হোসেন (৪৪)। তারা সবাই ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়েছে।

অভিযুক্ত স্বপন রাঢ়ীর ছেলে সজল মাহমুদের নম্বরে একাধিকবার কল করা হলে তিনি ফোনের সংযোগ কেটে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102