খুলনায় বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে যশোরের অভয়নগরে বিএনপির ১৫ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীর বাড়িতে পুলিশ অভিযান চালায়। এছাড়া আমতলা খেয়াঘাটসহ ৩-৪টি খেয়াঘাট বন্ধ থাকার খবর পাওয়া গেছে।
উপজেলায় গত দুদিনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে দাবি করছেন বিএনপি নেতারা। তাছাড়া গত দুই রাতে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীর বাড়িতে পুলিশ অভিযান চালায়।
অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. হাবিবুর রহমান হাবিব জানান, গত বুধবার ও বৃহস্পতিবার রাতে অভয়নগর থানা পুলিশ থানা বিএনপির সদস্য সোনা মেম্বার, ছাত্রদলের সাইফুল ইসলাম টুটুলসহ কমপক্ষে ১৫ জন নেতাকর্মীকে আটক করেছে। তাছাড়া বিএনপি নেতা শ্রীধরপুর ইউনিয়নের মঞ্জুর মাস্টার, সিদ্দিপাশা গ্রামের আমিনুল ইসলাম বাবু, রাজঘাটের আকরাম কুরাইশী পাপ্পু ও বুইকরা গ্রামের জহির উদ্দিন মোল্যার বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে।
গণসমাবেশকে সামনে রেখে আমতলা খেয়াঘাটসহ ৩-৪টি খেয়াঘাট বন্ধ থাকার খবর পাওয়া গেছে। ভাটপাড়া গ্রামের বাসিন্দা জয় দাস জানান, ভাটপাড়া খেয়াঘাটে পুলিশ মোতায়েন করা হয়েছে।
অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান জানান, পুলিশ রুটিন মাফিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিএনপির কোনো নেতাকর্মীকে আটক করা হয়নি। গত ২ দিনে কয়েকজন ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করা হয়েছে।