শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন
প্রধান সংবাদ :

মেয়েকে হত্যার দায়ে পিতার ১১ বছর কারাদণ্ড।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩

নগরের পতেঙ্গা থানার মামলায় মেয়েকে হত্যার দায়ে বাবা মো. রায়হানকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৭ মার্চ) চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আমিরুল ইসলামের আদালত এ রায় দেন।

মো. রায়হান নোয়াখালী জেলার হাতিয়া থানার মেকফ্যাশন মুকারী মিয়ার বাড়ির আছিলক মাঝির ছেলে।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ৩০ জুলাই নগরের পতেঙ্গা মডেল থানার স্টিল মিল বাজারের সোলেমান স্টোরের সামনে পাকা রাস্তার ওপর মো. রায়হান তার স্ত্রী নাসিমা আক্তার ও তার মেয়ে নাসরিন আক্তার ফেন্সীকে (১৪) ছুরিকাঘাত করে।

আহত অবস্থায় উদ্ধার করে নাসিমা আক্তার ও নাসরিন আক্তার ফেন্সীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে নাসরিন আক্তার ফেন্সীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নাসিমা আক্তার বাদী হয়ে স্বামী মো. রায়হানের বিরুদ্ধে ৩১ জুলাই নগরের পতেঙ্গা থানায় মামলা করেন।

২০১৩ সালের ১১ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী। ২০১৪ সালে ১৬ এপ্রিল আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়।

আদালতের বেঞ্চ সহকারী মো. নাঈম হোসেন বলেন, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি মো. রায়হানকে ৩০৪ ধারায় দোষী সাব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়াও পেনাল কোডের ৩২৪ ধারায় দোষী সাব্যস্ত করে ১ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। উভয় সাজা একের পর এক কার্যকর হবে। রায়ের সময় মো. রায়হান আদালতে উপস্থিত ছিল, পরে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102