রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন
প্রধান সংবাদ :

শ্রীপুরে স্কুল ছাত্রীর আত্মহত্যা।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ৮ মার্চ, ২০২৩

মাগুরা শ্রীপুর উপজেলা আমবলসার ইউনিয়নের রাকসাকান্দি মধ্যপাড়া গ্রামে নিজ ঘরে ফ্যানের সঙ্গে শাড়ি বেঁধে গলায় ফাঁস লাগিয়ে তনুশ্রী মণ্ডল (১০) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।

বুধবার (৮ মার্চ) সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ।

তনুশ্রী রাকসাকান্দি গ্রামের মধুসূধ মণ্ডলের মেয়ে। সে স্থানীয় বিলসোনাই মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয়রা জানান, পড়া লেখার বিষয় নিয়ে বুধবার সকালে মেয়ে তনুশ্রীকে শাষণ করে বাবা মধুসূধন মণ্ডল। একপর্যায়ে মেয়েকে ঘরে আটকে রেখে কাজের প্রয়োজনে বাইরে চলে যান বাবা।

কিছু সময় পর বাড়িতে এসে মেয়েকে অনেক ডাকাডাকি করলে কোনো সাড়াশব্দ মেলে না। পরে স্থানীয়দের সহযোগিতায় ঘরের দরজা ভেঙে ঢুকলে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস নিয়ে ঝুলন্ত অবস্থায় মেয়ের মরদেহ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) বিসারুল ইসলাম বলেন, শ্রীপুর থানায় অপমৃত্যুর (ইউডি) মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102