রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন
প্রধান সংবাদ :

খুলনায় পরিবহন বন্ধ কেন! জানালেন ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২

খুলনায় বিএনপির মহাসমাবেশ উপলক্ষ্যে জানমালের ভয় পাওয়ায় মালিকরা তাদের পরিবহণ বন্ধ করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, পরিবহণ মালিকরা বিএনপির সমাবেশের কথা শুনলেই এখন ভয় পায়। তারা জানমালের ক্ষতির ভয় পাচ্ছে। সে কারণে পরিবহণ বন্ধ করেছে। আমরা তো আর বিআরটিসির বাস বন্ধ করছি না। পরিবহণ মালিকরা সরকারের বিরুদ্ধেও ধর্মঘট করছে।

শুক্রবার রাতে বিভিন্ন দেশের কূটনীতিকদের অংশগ্রহণে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি লাঠিতে কেন পতাকা টানায়, এটা কিসের আলামত?

১০ ডিসেম্বর থেকে বিএনপির কথায় দেশ চলবে’ এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এটা রঙিন খোয়াব। বিএনপি মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না। ডিসেম্বর বিজয়ের মাস, এই বিজয়ের মাসে আমরাই উজ্জীবিত থাকব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102