ময়মনসিংহের গফরগাঁওয়ে পরিবারের লোকজনের অজান্তে পানিভর্তি বালতিতে ডুবে ১৪ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের দক্ষিণ হারিনা গ্রামে এ ঘটনা ঘটেছে।
ওই শিশুর নাম মরিয়ম আক্তার। সে দক্ষিণ হারিনা গ্রামের নুরুল ইসলামের মেয়ে।
নিহত শিশুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে শিশুর মা রান্না করছিলেন। এ সময় শিশুটি পরিবারের লোকজনের অজান্তে হামাগুড়ি দিয়ে বসত ঘরের বাইরে চলে যায়। পরে শিশুটি বাড়ির উঠানে কলপাড়ে থাকা পানিভর্তি একটি বালতিতে ডুবে যায়। টের পেয়ে পরিবারের সদস্যরা বালতি থেকে শিশুটির লাশ উদ্ধার করে।
পাগলা থানার ওসি মো. রাশেদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ দুঃখজনক ঘটনার তদন্ত করা হচ্ছে।