জমি নিয়ে বিরোধে বরিশাল নগরীর এক যুবতী নারীকে নারী দিবসেই শ্লীলতাহানি করার অভিযোগ পাওয়া গেছে। প্রতিপক্ষের হামলা ও শ্লীলতাহানির শিকার হওয়া ভুক্তভোগী নারী দপ্তরখানার বাসিন্দা লাবনী বেগম জানায়,তার মরহুম দাদা সৈয়দ আলী পাইক জীবদ্দশায় ক্রয় সূত্রে সাগরগল্লির মুখ এলাকার ৫১ শতাংশ জমির মালিক ছিলেন। তার নামে আপটুডেট কাগজ সম্পাদন করায়। প্রায় ৪৫ বছর আগে আব্দুর রব গংরা ক্ষমতার প্রভাবে ওই জমি দখল করে নেয়। সৈয়দ আলী পাইক এ নিয়ে আদালতে মামলা দায়ের করে যান। তার মৃত্যু হলে তার ৮ ছেলে ও এক মেয়ে মামলা চালিয়ে যান। এদিকে আব্দুর রব গংরা কোনো কাগজ পত্র না থাকলেও দখলের উপর ভিত্তি করে ওই জমি আরেক ক্ষমতাবান ব্যক্তিদের কাছে বিক্রি করে যায়। তারাও আদালতে কোনো কাগজ পত্র দাখিল করতে না পারলেও ক্ষমতার জোরে জমি জবর দখল করে রাখে। বিভিন্ন সময় সৈয়দ আলী পাইকের ওয়ারিশরা আদালতের রায় পেলেও ক্ষমতার প্রভাব দেখিয়ে আব্দুর রব গং থেকে বে আইনী পদ্ধতিতে নেয়া জমি বি এন পি নেতা আল আমিন ও আওয়ামী লীগ নেত্রী পারুল বেগম দখলে রাখে। সর্বশেষ গত মাসে সৈয়দ আলী পাইকের ওয়ারিশরা আদালতের রায় পায়। রায়ের ভিত্তিতে তিনটি ঘর সপ্তাহখানিক আগে দখল করে। ৮ মার্চ নারী দিবসের দিন বিকেল ৩ টার দিকে দখলকৃত ঘরগুলীতে মালামাল সাজাতে যায় লাবনী সহ সৈয়দ আলী পাইকের ওয়ারিশরা। এসময় পারুল বেগমের ছেলে রানা উত্তেজিত হয়ে তাদের বাধাদেয়ার চেষ্টা করে। বাধা উপেক্ষা করে ঘরে মালামাল সাজাতে গেলে লাবনী সহ তাদের মারধর করে। শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে শ্লীলতাহানি ঘটায়। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রানাকে আটক করে।একইসাথে লাবনীর চাচা দিলু পাইককে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নেয়। দুইপক্ষের কাগজ পত্র নিয়ে থানা পুলিশ দেখার কথা বলে সন্ধ্যায় থানায় ডেকে নেয়। এখবর লেখা পর্যন্ত থানায় বৈঠক শেষ হয়নি বলে নিশ্চিত করেন লাবনীর বাবা খলিল পাইক।