রাজধানীর মতিঝিলে সেঁজুতি বাসের ধাক্কায় আব্দুল জলিল (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি শাহ সিমেন্ট কোম্পানির ট্রাকচালক ছিলেন।
বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।
তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে রাত সোয়া ১টায় চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। তার বাড়ি কুমিল্লা জেলার মনোহরদী থানার দরিয়া গ্রামে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি মতিঝিল থানাকে জানানো হয়েছে।