রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:০০ পূর্বাহ্ন
প্রধান সংবাদ :

বরিশাল মহাশ্মশানে, দিপাবলী প্রস্তুতি সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ২২ অক্টোবর, ২০২২

আগামীকাল ৫ কার্তিক ১৪২৯ বাংলা,২৩ অক্টোম্বর ২০২২ ইং,রবিবার সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্মশান দিপালী। বিকেল থেকেই মোমবাতি , প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুরু হবে এ অনুষ্ঠান। হাজার হাজার মোমবাতি,প্রদীপের আলোতে আলোকিত হবে প্রিয়জনের সমাধিসহ পুরো মহাশ্মশানে।

লাখো মানুষের পদচারণায় সরব হবে চারদিক। ধুপ ধূনা জালিয়ে পূজা অর্চনার মধ্যে দিয়ে প্রয়াত প্রিয়জনদের স্মরণ করবেন স্বজনরা। প্রতি বারের ন্যায় এবারও এশিয়া উপমহাদেশের সর্ববৃহৎ বরিশালের মহাশ্মশানে অনুষ্ঠিত হবে এ শ্মশান দিপালী অনুষ্ঠান।

প্রিয়জনদের সমাধীতে নতুন রূপ দিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন স্বজনরা। মহা শ্মশান রক্ষা কমিটির সাধারণ সম্পাদক তমাল মালাকার জানিয়েছেন, দিপালী উৎসবকে কেন্দ্র করে তাদের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

বরিশাল নগরীর কাউনিয়াস্থ মহাশ্মশান ঘুরে দেখা গেছে, প্রিয়জনদের সমাধীকে নতুনভাবে সাজাতে ব্যস্ত সময় পার করছেন স্বজনরা। কেউবা মাটির সমাধী তৈরী করছেন, কেউ পাকা সমাধী,কেউ আবার পাকা সমাধীতে রংয়ের আচর দিচ্ছেন। বিভিন্ন রংএ, আলপনায় সজ্জিত হচ্ছে হাজারো সমাধী। শ্মশানে অনেক সমাধী রয়েছে যার কোন স্বজন হয়তো বেঁচে নেই। তাদের সমাধীতে শ্মশান কমিটির পক্ষ থেকে রংয়ের কাজ করা হচ্ছে।

মহা শ্মশানের পুরোহিত সুজয় চ্যাটার্জী জানিয়েছেন, রবিবার বিকেল ৫.২৯ মিনিট পর ভুত-চতুর্দশী শুরু হবে এবং এই চতুর্দশী তিথীতেই সনাতন ধর্মাবলম্বীরা দীপ জ্বালিয়ে তাদের প্রিয়জনদের স্মরন করে আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করেন।

ভারত, নেপালসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বহু দর্শনার্থী এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এদিকে শ্মশান দিপালী উৎসবকে নির্বিঘ্ন করতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ, বরিশাল সিটি কর্পোরেশন, স্বাস্থ্য বিভাগ, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে যৌথ সভা করা হয়েছে।


শ্মশান দিপালী উৎসব উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) এম.আর মুকুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দীপাবলি উৎসব হচ্ছে বরিশাল মহাশ্মশানে দীপাবলি উৎসব । এ উৎসবে যাতে কোনো বিশৃঙ্খল ঘটনা না ঘটতে পারে সেই ব্যাপারে কাউনিয়া থানার পক্ষ থেকে দেয়া হবে সর্বোচ্চ নিরাপত্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102