শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:৫২ অপরাহ্ন
প্রধান সংবাদ :

শেখ মুজিব নিঃসন্দেহে এ দেশের ‘ওয়ান অব দ্য গ্রেটেস্ট সান’: ফখরুল।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিঃসন্দেহে এ দেশের ‘ওয়ান অব দ্য গ্রেটেস্ট সান’ বলে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আমার খুব কষ্ট হয়। এরকম একজন বিশাল মানুষের কন্যা (প্রধানমন্ত্রী শেখ হাসিনা)। আমরা কেউ বলি না বলি এটা তো সত্য কথা যে, শেখ মুজিবুর রহমান নিঃসন্দেহে এদেশের ওয়ান অব দ্য গ্রেটেস্ট সান। তার মেয়ে গোটা জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দিল। উনিও (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) দিয়েছিলেন বাকশাল তৈরি করে। ওই যে বলি না- বডি কেমেস্ট্রিতে আছে আওয়ামী লীগের। ওরা লুট করবে, ওরা ভোগ করবে আর আমাদেরকে পায়ের তলে পিষে মারবে, সাধারণ মানুষকে।’

মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। গত সোমবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

গতকাল (সোমবার) সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্যে ‘দাম্ভিকতার বহিঃপ্রকাশ’ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘সোমবার প্রধানমন্ত্রী বলেছেন, তার ওপর কোনো চাপই কাজ করবে না। এখানেই বুঝা যায় তার (প্রধানমন্ত্রীর উক্তিতে) দেশের ও মানুষের প্রতি কোনো দায়িত্ব নেই। জনগণের ভবিষ্যত নিয়ে এই রাষ্ট্রকে একটা সত্যিকার অর্থে কার্যকর রাষ্ট্র করার চিন্তা তার নেই।’

চাপ কেন পড়ছে ব্যাখ্যা করে ফখরুল বলেন, ‘এর কারণ হচ্ছে গত দুইটা নির্বাচন করেছেন সম্পূর্ণ একতরফাভাবে। ভোট জালিয়াতি, কারচুপি, সন্ত্রাসের মধ্য দিয়ে ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে বাধা দিয়ে ভোট কেন্দ্রে শূন্য করে তারা ফলাফল ঘোষণার মাধ্যমে বেআইনভাবে ক্ষমতায় গেছেন। যখন আবার নির্বাচন আসছে তখন তারা দেখছেন, জনগণ তাদের সঙ্গে নেই। সত্যিকার অর্থে যদি সুষ্ঠু ভোট হয় তাহলে এই আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারবে না। এ কারণে আগে থেকেই একটা অবস্থা তৈরি করছেন- তা হচ্ছে দেশের নির্বাচনের ব্যাপারে কেউ বাইরে থেকে হস্তক্ষেপ করবে না, কেউ কথা বলবে না এবং নির্বাচনটা আমাদের মতোই করছি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘বিদেশিরা যারাই যাচ্ছে তারাই বলছে যে, আমরা সুষ্ঠু নির্বাচন দেখতে চাই। সরকার বলছে, না সব ঠিক আছে তো। নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করবে। তারা ফ্রি, যা খুশি তাই করতে পারবে। সোমবারও একজন ব্রিটিশ মন্ত্রী দেখা করতে গেলেন, এর আগেও একজন গেলেন তাদের উনি (প্রধানমন্ত্রী) একই কথা বলেছেন।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিহউল্লাহ ও কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102