বরিশালের গণ সমাবেশ থেকে সরকার পতনের আন্দোল শুরু হবে-সেলিমা রহমান
কেন্দ্রীয় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও বরিশাল বিভাগীয় গণ সমাবেশ বাস্তবায়ন কমিটির প্রধান উপদেষ্টা বেগম সেলিমা রহমান বলেছেন, এই বরিশালের গণ সমাবেশ থেকে সরকার পতনের আন্দোলন শুরু হবে। ইতি মধ্যে শুরু হয়ে গেছে। তাই যেকোন মূল্যে গন সমাবেশ, সরকার পতনের সমাবেশে পরিনত করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে প্রস্তুত থাকার আহ্বান জানান।
শনিবার সকাল ১১টায় নগরীর কালিবাড়ি রোডস্থ রজনীগন্ধা কমিউনিটি হল রুমে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী সহ সারা দেশে চাল, ডাল, জ্বালানী তেল, গ্যাস, বিদ্যুৎ, সার সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অসনীয় মূল্য বৃদ্ধির প্রতিবাদ সহ দূর্নীতি-দুঃশাষন, লুটপাট, গুম, হত্যা মামলা হামলার প্রতিবাদে আগামী ৫ই নভেম্বর বরিশাল বিভাগীয় গণ সমাবেশ সফল করার লক্ষে এক প্রস্তুমিমূলক সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বরিশাল বিভাগীয় কমিটির আয়োজনে জাতীয় স্থায়ী কমিটির যুগ্ম মহাসচিব ও বারিশাল বিভাগীয় গণ সমাবেশ বাস্তবায়ন কমিটির দল নেতা হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে ও মহানগর বিএনপি সদস্য সচিব এ্যাড. জাহিদুল কবির জাহিদের সঞ্চালনায় গণ সমাবেশ সফল করার প্রস্তুতিমূলক সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাঃ এ জেড এমজাহিদ হোসেন, নিবাহী কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাড. জয়নুল আবেদীন।
এসময় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি যুগ্ম-মহাসচিব এ্যাড. মজিবর রহমান সরোয়ার, সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, কেন্দ্রীয় বিএনপি মিডিয়া সেল প্রধান ও সাবেক সংসদ জহির উদ্দিন স্বপন প্রমূখ।