বগুড়া সদরে এনজিওর কিস্তি পরিশোধ করে বাড়ি ফেরার পথে মাটির দেয়ালচাপায় মৌসুমি আকতার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বুধবার সকালে উপজেলার নামুজা ইউনিয়নের বড় টেংরা গ্রামে এ ঘটনা ঘটে।
সদর থানার এসআই মন্তাজ আলী জানান, পরিবার থেকে অভিযোগ না থাকায় গৃহবধূর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও স্বজনরা জানান, নিহত গৃহবধূ মৌসুমি আকতার বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের বড় টেংরা গ্রামের আবু সাঈদের স্ত্রী।
প্রতিবেশী অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক বকুল হোসেন বুধবার সকাল থেকে তার পুরাতন মাটির ঘর ভাঙার কাজ করছিলেন।
সকাল ১০টার দিকে মৌসুমি এনজিওর কিস্তি পরিশোধ করে ওই ঘরের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় হঠাৎ দেয়াল ভেঙে তার শরীরে পড়লে চাপা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
সদর থানার এসআই মন্তাজ আলী জানান, পরিবার থেকে অভিযোগ না থাকায় নিহত গৃহবধূর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।