রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন
প্রধান সংবাদ :

হঠাৎ বৃষ্টিতে পাকা সড়কের এ কী হাল !

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ১৫ মার্চ, ২০২৩

হঠাৎ বৃষ্টিতে নরসিংদীর মনোহরদী উপজেলার বিভিন্ন পাকা সড়কে কাদা জমে দুর্ভোগ বেড়েছে। পাকা সড়কে মাটির স্তর পড়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েছেন সড়কে চলাচল করা পথচারী এবং বাইক চালকরা।

খোলা যানবাহনে বহনের কারণে রাস্তার উপর মাটি পড়ে থাকছে। এতে বৃষ্টির পর রাস্তা পিচ্ছিল হয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

বুধবার দুপুরে হঠাৎ বৃষ্টিপাত শুরু হয়। কাদাপানিতে উপজেলার বিভিন্ন ভাটার সামনের সড়কগুলো পিচ্ছিল হয়ে যায়। দীর্ঘদিন ধরে ইটভাটায় মাটি সরবরাহকারী গাড়ি থেকে প্রতিদিন মাটি পড়ে এই অবস্থা হয়েছে বলে এলাকাবাসী জানান।

হাতিরদিয়া থেকে লাখপুর সড়কের প্রায় আট কিলোমিটারজুড়ে অবস্থা খুবই বেহাল। বিভিন্ন এলাকা থেকে ভাটার কাজে ব্যবহারের জন্য মাটি ট্রাকে করে ওই সড়ক দিয়ে নেওয়া হয়। মাটি নেওয়ার সময় ট্রাক থেকে উপচে সড়কের ওপর পড়ে এবং ট্রাকের চাকায় লেগে থাকা মাটি সড়কে লেপটে সড়কে মাটির আস্তরণ পড়ে আছে।

মোটরসাইকেল চালক জাহিদুল ইসলাম বলেন, প্রায়ই ওই সড়ক দিয়ে যাওয়া আসা করি। কিন্তু এ সড়কের পাশে ইটভাটা থাকায় সামান্য বৃষ্টিতেই কাদামাটিতে সড়ক নষ্ট হয়ে গেছে।

নাজমুল ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য সরকারের সিদ্ধান্ত এবং প্রচলিত আইন মেনে ভাটা পরিচালনা করা উচিত। ভাটায় সরবরাহকৃত মাটি রাস্তায় পড়ে রাস্তার যেমন ক্ষতি হচ্ছে তেমনি সামান্য বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল হওয়ায় দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যাচ্ছে।

ব্রিকফিল্ড মালিক সমিতির নেতা গিয়াস উদ্দিন সরকার বলেন, বৃষ্টি পরবর্তী রাস্তায় কিছুটা কাদা হয়। আমরাও অনেক সময় শ্রমিক লাগিয়ে রাস্তার কাদা সরানোর কাজ করি। মাটি বহনকালে পরবর্তীতে যেন রাস্তায় মাটি না পড়ে সেদিকে খেয়াল রাখা হবে।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, উপজেলার সব ভাটা মালিকদের ডেকে এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হবে। ট্রাকে মাটি টানার সময় যেন ঢেকে রাখে। ভাটার সামনের সড়কে পড়ে থাকা মাটি প্রতিদিন অপসারণের জন্যও ভাটা মালিকদের নির্দেশ দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102