রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন
প্রধান সংবাদ :

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৮ কিমি যানজট।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩

অতিরিক্ত যানবাহনের চাপ ও চালকদের বেপরোয়া গাড়ির চালানোর কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৮ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার ভোরে থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপার থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলি পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।

এলেঙ্গা এলাকায় নওগাঁগামী ট্রাকচালক লুৎফর রহমান বলেন, পৌলি থেকে এলেঙ্গা আসতে দেড় কিলোমিটার সড়ক প্রায় এক ঘণ্টা সময় লেগেছে। সামনের গাড়ি টানে না। বসে থাকতেও ভালো লাগে না।

এলেঙ্গা হাইওয়ে থানার ওসি জাহিদ হাসান বলেন, মধ্যরাত থেকে যানবাহনের চাপ বেড়ে যায়। এ ছাড়া চালকরা বেপরোয়া গাড়ি চালানোর কারণে যানজটের সৃষ্টি হয়। থেমে থেমে চলছে যানবাহন। আমরা সড়কে দায়িত্ব পালন করছি, দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102