পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রের পরিচ্ছন্নতা কর্মী ফজলুল হক (৩৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাতটায় টিয়াখালীর ফোরলেন উইথ সার্ভিস লেন সড়কে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে নিহত ফজলুল হক মোটরসাইকেল যোগে কলাপাড়ায় যাচ্ছিলেন। পথিমধ্যে রজপাড়া স্পটে দুর্ঘটনার শিকার হন। স্থানীয়রা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কলাপাড়া থানার ওসি মোঃ জসীম জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা করা হয়েছে। নিহত ফজলুল হকের বাড়ি সিরাজগঞ্জ জেলার রতনকান্দী ইউনিয়নের ভেন্নাবাড়ী গ্রামে। তার বাবার নাম মৃত জামাত আলী।