রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন
প্রধান সংবাদ :

সংসদের ভাবমূর্তি বিশ্বে উজ্জ্বল করতে একসঙ্গে কাজ করতে হবে: স্পিকার।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ১৮ মার্চ, ২০২৩

জাতীয় সংসদের ভাবমূর্তি সারা বিশ্বে উজ্জ্বল করতে সংসদ সদস্য ও সাংবাদিকদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শনিবার (১৮ মার্চ) পূর্বাচল ক্লাবে সংসদ বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) আয়োজিত ফ্যামেলি ডে-২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এ আহ্বান জানান।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশ জাতীয় সংসদের ভাবমূর্তি সারা বিশ্বে উজ্জ্বল করতে জাতীয় সংসদ এবং বিপিজেএর সদস্যদের একসঙ্গে কাজ করতে হবে। গণতান্ত্রিক অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

জাতীয় সংসদের তথ্য ইতিবাচকভাবে জনগণের সামনে তুলে ধরতে হবে।

এ সময় সাংবাদিকদের মিলন মেলায় উপস্থিত হতে পারা সত্যি আনন্দের বিষয় বলে তিনি উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস এমপি ও নজরুল ইসলাম বাবু এমপি বক্তব্য দেন।

বিপিজেএ-এর সভাপতি হারুন আল রশীদের সভাপতিত্বে এবং সহ-সভাপতি মশিউর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নাফিজা দৌলা, সংগঠনের সাবেক সভাপতি শাজাহান সরদার, যুগান্তর সম্পাদক সাইফুল আলম ও সাবেক সভাপতি উত্তম চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102